-
- আইন ও বিচার, দুর্নীতি ও অপরাধ, নারী ও শিশু, বরিশাল বিভাগ, বাংলাদেশ
- গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
- প্রকাশিত হয়েছে: মার্চ, ১১, ২০২০, ৪:৩৪ অপরাহ্ণ
- 263 জন দেখেছে
কলাপাড়া উপজেলা প্রতিনিধি
কলাপাড়ার ধানখালী লোন্দা গ্রামে আলােচিত গার্মেন্টস কর্মী ধর্ষন মামলার প্রধান আসামী মােড়ল বাহিনীর প্রধান পলাশ মাড়ল (৩৫) ও তার সহযােগী দােলন(২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। সােমবার রাত সাড়ে এগারােটায় ধানখালীর লােন্দা গ্রাম থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একশ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটককৃত পলাশের নামে কলাপাড়া থানায় ধর্ষন ছাড়াও একাধিক মামলা রয়েছে।
গত ১৮ জানুয়ারি ধানখালী ইউনিয়নের লােন্দা গ্রামের স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননী গার্মেন্টস কর্মীকে অপহরন করে রাতভর আটকে রেখে ধর্ষন করে পলাশ মােড়ল। পরে ওই গার্মেন্টস কর্মীর বৃদ্ধা মাকে অবরুদ্ধ করে রেখে খুন জখমের হুমকি দিয়ে গার্মেন্টস কর্মীকে ঢাকা যেতে বাধ্য করে। এঘটনায় ২২ জানুয়ারী পুলিশ ঘটনা স্থলে গিয়ে ধর্ষিতার বৃদ্ধা মাকে উদ্ধার করে। ওই দিন ধর্ষিতার মা বাদী হয়ে চার জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পলাশ ও তার সহ যােগিকে আটক করর আদালতে সােপর্দ করা হয়েছে।
বার্তা প্রধান ।
বাংলা নিউজ টিভি।
More News Of This Category এই বিভাগের আরও খবর