-
- জাতীয়, বরিশাল বিভাগ, ব্যবসা বানিজ্য
- দেশের বৃহৎ মৎস্য বন্দরের উন্নয়ন কাজ পরিদর্শনে সংসদীয় স্থায়ী কমিটি
- প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি, ২৪, ২০২০, ২:৪২ অপরাহ্ণ
- 299 জন দেখেছে
নাহিদ পারভেজ,কলাপাড়া উপজেলা প্রতিনিধি
সমুদ্র ভিত্তিক দেশের বৃহৎ মৎস্য বন্দর পটুয়াখালীর আলীপুর-মহিপুরে নির্মানাধীন মৎস্য অবতরন কেদ্রের উন্নয়ন কাজ পরিদর্শ করেছেন মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যরা। সােমবার দুপুরে মৎস্য বন্দর পরিদর্শন শেষে স্থানীয় জেলে দের সাথে মতবিনিমিয় করেন তারা।
বন্দরের আড়ৎপট্টিতে জেলে ও মৎস্য ব্যবসায়ী দের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির আহবায়ক সংসদ সদস্য মনির, নাজমা আক্তার এমপি, শামীমা আক্তার খানম এমপি, কানিজ ফাতেমা আহম্মেদ এমপি, মৎস্য অবতরন কেন্দ্রর উপকূলীয় প্রকল্প পরিচালক জামাল হােসেন মজুমজদার, প্রকৌশলী রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান আনসার মাল্লা প্রমুখ।
এসময় গভীর সাগরে যােগাযােগের ক্ষেত্রে শক্তিশালী নেটওয়ার্ক ব্যাবস্থা সহ বাংলাদেশী জল সীমানায় পাশ্ববর্তী দেশের জেলেদের অবৈধ প্রবেশ বন্ধে সরকারের কঠারর হস্তক্ষেপ কামনা করেন জেলেরা।
জেলেদের দাবীর প্রতি সংহতি প্রকাশ করে স্থায়ী কমিটির সদস্যরা জানান, বন্দরের ব্যবসায়িক গতিশীলতা উন্নয়নসহ সমুদ্রগামী জলেদের বিদ্যমান নানা সমস্যা নিয়ে কাজ করছেন সরকার। যার সুফল ইতিমধ্যে পেতে শুরু করেছেন জলেসহ ব্যবসায়ীরা।
বার্তা প্রধান ।
বাংলা নিউজ টিভি।
More News Of This Category এই বিভাগের আরও খবর