-
- অর্থনীতির চাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ
- আশুলিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই
- প্রকাশিত হয়েছে: ডিসেম্বর, ২১, ২০১৯, ২:১৮ অপরাহ্ণ
- 414 জন দেখেছে
সাভার আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়া বাজারে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) গভীর রাতে আশুলিয়া বাজার এলাকার জং মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, গভীর রাতে আশুলিয়ার জং মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টি দোকানঘর পুড়ে ছাই হয়েছে।
ইপিজেড ফায়ার সার্ভিসের জুনিয়র স্টেশন অফিসার অহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
বার্তা প্রধান ।
বাংলা নিউজ টিভি।
More News Of This Category এই বিভাগের আরও খবর