এম.টুকু মাহমুদ হরিণাকুণ্ডু থেকেঃ
ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলা পৌরসভাধীন হরিণাকুণ্ডু গ্রামে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শুক্রবার রাতে নির্যাতিতার পিতা হাসান আলী বাদী হয়ে হরিণাকুন্ডু থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। যার মামলা নং ১২। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা হরিণাকুন্ডু থানার এস আই আব্দুল জলিল জানান, দীর্ঘ ২ বছর ধরে শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে শিলু হাসান।
প্রেমের সুবাদে স্কুলছাত্রীকে বিভিন্ন স্থানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে দৌহিক সম্পর্ক করে পার্বতীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শিলু হাসান। ছাড়াও ধর্ষক শিলু চিথলিয়াপাড়ার বাচ্চুর বাড়িতে নিয়ে ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে ।
মেয়েটি বাড়ি এসে তার মাকে ঘটনাটি জানায়। এরপর মেয়েটির পিতা হাসান আলী বাদী হয়ে শুক্রবার রাতে হরিণাকুন্ডু থানায় ধর্ষক শিলু হাসানকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
পুলিশ ধর্ষক শিলুকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল জলিল জানান শনিবার মেয়েটির ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।
বার্তা প্রধান ।
বাংলা নিউজ টিভি।