বাগেরহাট সংবাদদাতা:(ইসরাত জাহান):-
বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন কর্তৃক জেলেদের জন্য দেয়া প্রধানমন্ত্রীর সহায়তার চাল কম দেওয়ায় বিক্ষোভ মিছিল ও এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শরণখোলার পাঁচ রাস্তার মোড়ে মৎস্যজীবী সমিতির ব্যানারে
ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে একটি বিক্ষোভ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, শরণখোলা উপজেলা চেয়ারম্যানও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আকন, vice-chairman হাসানুজ্জামান পারভেজ, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম কালাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্ববায়ক আজমল হোসেন, আওয়ামী লীগ নেতা ইউনুস আলী মোল্লা, আবুল খায়ের মিয়া,মোতালেব ফরাজী, ছাত্রলীগ নেতা হাসান মির প্রমুখ। বক্তারা বলেন শরণখোলার অসহায় জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে সাগরে গিয়ে মাছ ধরে সংসার চালান। সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞার সময় জেলেদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া সাহায্যের চাল ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন জেলেদের কম দিয়ে আত্মসাৎ করেছেন। এতে অসহায় জেলে পরিবার মানবেতর জীবন-যাপন কাটিয়েছে। মানববন্ধনে তারা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলনের বিচার দাবি করেন। এদিকে পথসভা চলাকালে রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলনের নেতৃত্বে অপর গ্রুপ একটি বিক্ষোভ মিছিল নিয়ে সভা স্থান অতিক্রম করার সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে উভয়পক্ষকে পুলিশ নিয়ন্ত্রণে আনে।