এম.টুকু মাহমুদ হরিণাকুণ্ডু থেকেঃ
আজ ২৪ সেপ্টেম্বর মীনা দিবস। বিদ্যালয়ে যেতে সক্ষম শতভাগ শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরণ এবং ঝরেপড়া রোধের লক্ষ্যকে সামনে রেখে আজ উদযাপিত হয়েছে ‘মিনা দিবস‘। ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মীনা দিবস, ২০১৯ পালিত হয়েছে। “ মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে ”এই প্রতিপাদ্যের উপর দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জধষষু, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্তিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন, জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান, হরিণাকুণ্ডু প্রেসক্লাব সভাপতি এম. সাইফুজ্জামান তাজু, সহ-সভাপতি আনন্দ টিভি ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি জাফিরুল ইসলাম ও সাধারন সম্পাদক এইচ মাহবুব মিলু । অনুষ্ঠানে শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক উন্নয়নের পাশাপাশি বাল্য বিয়ে, পরিবারে অসম খাদ্য বণ্টন, শিশুশ্রম রোধ প্রভৃতি বিষয়ে সচেতন করা ও কার্যকরী বার্তা পৌঁছানোর ক্ষেত্রে ‘মিনা’ চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
জনপ্রিয় কার্টুন ‘মিনা’ নামের বালিকা চরিত্রটি মেয়ে শিশুদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার। ১৯৯১ সালে একজন ১০ বছর বয়সী বালিকা হিসেবে মিনা চরিত্রের সৃষ্টি। মিনা চরিত্রটি বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল তথা দক্ষিণ এশিয়ার মেয়েশিশুদের প্রতিনিধিত্বকারী একটি বালিকা চরিত্র। ১৯৯৮ সাল থেকে দেশব্যাপী মিনা দিবস উদযাপন করছে সরকারি-বেসরকারি সংস্থা।
প্রতি বছরের মতো এ বছরও মিনা দিবস উদযাপন উপলক্ষে জেলা, উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে র্যালি, মিনাবিষয়ক রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, যেমন খুশি তেমন সাজো ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
বার্তা প্রধান ।
বাংলা নিউজ টিভি।