-
- গ্রাম বাংলা, ঢাকা বিভাগ, বাংলাদেশ, বিশেষ সংবাদ
- শ্রীপুরে বিডি ক্লিনের প্রথম পরিষ্কার পরিচ্ছন্নতা ইভেন্ট অনুষ্ঠিত।
- প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর, ২১, ২০১৯, ৪:৩৭ অপরাহ্ণ
- 416 জন দেখেছে
মোঃনাজমুল হোসেন শ্রীপুর উপজেলা প্রতিনিধিঃ
গাড়ি আমার, বাড়ি আমার, রাখছি করে পরিষ্কার,নোংরা করছি দেশের মাটি, দেশটি তবে কার !এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় গাজীপুরের শ্রীপুরেও বিডি ক্লিনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে একদল তরুন সেচ্ছাসেবী যুবক।যুবতীরা।২০২১ সালের মধ্যে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার অংশ হিসেবে পরিচ্ছন্ন শ্রীপুর গড়ার লক্ষ্যে আজ শুক্রবার বিকেলে শ্রীপুর উপজেলার প্রানকেন্দ্র উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান সড়ক’সহ নুরুল ইসলাম খান মার্কেট “” শ্রীপুর নতুন মার্কেটের আশপাশ”” নামে পরিচ্ছন্ন দেশ গড়ার শপথ পাঠের মাধ্যমে বিডি ক্লিন শ্রীপুরের প্রথম পরিচ্ছন্নতা ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।এসময় বিডি ক্লিন শ্রীপুরের কো-অর্ডিনেটর আরিফুল ইসলাম, সাকিব প্রধান সানি, শাকিল আহমেদ, নিশাদ, হারুন, মোর্শেদ, আবু তাহের, তামান্না, ইমন, নাজমুল, প্রাণ,রাসেল’সহ ৩৭ জন অংশগ্রহণ করেন।
এসময় তারা বলেন, এই দেশ আমাদের সবার, এই দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বও সবার। আমরা নিজেদের ঘরবাড়ি আশপাশ যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তেমনিভাবে আমার শহর, রাস্তা ঘাট হাট বাজারও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের সকলকে সচেতন হতে হবে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবেনা। একটি সুন্দর সুশ্রী,পরিচ্ছন্ন, জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।
বার্তা প্রধান ।
বাংলা নিউজ টিভি।
More News Of This Category এই বিভাগের আরও খবর