কারখানার বর্জ্যে সয়লাব কোনাবাড়ী বাসীর ফুডব্যাংক নামে খ্যাত জরুন বাইদ ।
একসময় সুজলা সুফলা জরুন বাইদ কারখানার অপরিশোধিত বর্জ্যে মৃত। সরেজমিনে ঘুরে দেখা যায়, গাজীপুর সিটি কর্পোরেশনের 10 নং ওয়ার্ডের আমবাগ গ্রামে অবস্থিত পিএন নিটিং, ক্লাসিক ডাইং সহ বিভিন্ন শিল্প কারখানা কোন নিয়ম নীতি না মেনে বর্জ্য সরাসরি জলাশয়ে ফেলছে। পাশাপাশি আরও কিছু কারখানার ও একই অবস্থা। এতে পরিবেশ মারাত্মক ঝুকির সম্মুখীন। কৃষিজমি তে কোন ধরনের ফসল হয় না। বর্ষার সময় এক সময়ের মাছে ভরপুর বাইদ এখন দুর্গন্ধে ভরপুর। এ বিষয়ে স্থানীয়দের আভিযোগ আমলে নেয়নি পরিবেশ অধিদপ্তর। এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী গন।